ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 August, 2023, 3:30 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 August, 2023, 2:34 AM

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা মো: সাইফুল ইসলাম এই মামলা করেছেন।

আদালতের নির্দেশে ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি নথিভুক্ত (রেকর্ড) হয়।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন মামলার আইনজীবী ওমর ফারুক ফারুকী।

মামলাটি থানায় নথিভুক্ত হওয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ২৮ আগস্ট তারিখ ধার্য করেছেন।

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

বাদির আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন শিক্ষার্থীর বাবা। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে। আদালত বাদির (ছাত্রীর বাবা) জবানবন্দি গ্রহণ করে মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার আদেশ দেন। সে অনুযায়ী মামলাটি থানা-পুলিশ নথিভুক্ত করে।

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষকেও আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে আমরা আদালতে প্রতিবেদন জমা দেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status