ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
ফের বইছে তাপপ্রবাহ, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 April, 2023, 10:17 AM

ফের বইছে তাপপ্রবাহ, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস

ফের বইছে তাপপ্রবাহ, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অফিস

কয়েকদিন বিরতির পর আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার তাপপ্রবাহ তীব্র হবে না। জলবায়ু গবেষকরা বলছেন, এপ্রিল মাসে দক্ষিণ এশিয়ায় বাড়ছে গড় তাপমাত্রা। এর প্রভাব বাংলাদেশে স্পষ্ট। যা আগামীতে আরও বাড়বে।

বছরের উষ্ণতম মাস এপ্রিল। এ মাসে সারা দেশে বয়ে যায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। রাজধানীতে টানা ১৯ দিন বৃষ্টিহীন থাকার পর গত শুক্রবার হয় মাত্র এক মিলিমিটার বৃষ্টি। জনজীবনে কিছুটা স্বস্তি এলেও বুধবার থেকে আবার বাড়ছে সূর্যের আঁচ। বান্দরবান ফেনীসহ চট্টগ্রাম বিভাগে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ।

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে । সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রতিবছর এপ্রিল-মে মাসে ঝাড়খন্ড, ওডিশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যসহ বাংলাদেশে ড্রাই লাইন বা তাপবলয় তৈরি হয়। যা এবছরও পশ্চিম এশিয়া থেকে পাকিস্তান, ভারত হয়ে বাংলাদেশ থাইল্যান্ড পর্যন্ত বিস্তার করে। সাত বছর পর এপ্রিলে থাইল্যান্ডে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ সময় উত্তর ও পূর্ব ভারতের ছয়টি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

চলতি এপ্রিলে রাজধানী ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, ৫৮ বছরের মধ্যে যা ছিল সবচেয়ে উষ্ণ।

সিডনির কার্টিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, গেল এক দশকে জনবসতি বৃদ্ধির সাথে সাথে এয়ার কন্ডিশনের মাত্রাতিরিক্ত ব্যবহার বাড়ছে। আর এতে আবহাওয়া হয়ে উঠছে চরমভাবাপন্ন। তাপমাত্রা বৃদ্ধির সাথে মানিয়ে নিতে নগর জুড়ে গাছ লাগানো ও জলাধার সৃষ্টির বিকল্প নেই। সেই সাথে তাপসহনশীল ফসলের জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status