ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
রংপুর বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষের ঢল
রবিন চৌধুরী রাসেল, রংপুর
প্রকাশ: Saturday, 13 December, 2025, 7:17 PM

রংপুর বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষের ঢল

রংপুর বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষের ঢল

রংপুর বিভাগীয় ইজতেমায় কয়েক লক্ষ  ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ইহকাল ও পরকালের জন্য আল্লাহর দরবারে দু’হাত তুলে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমার ময়দান। মুসল্লিদের  আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রংপুর বিভাগীয় ইজতেমা শেষ হয়েছে। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর ) দুপুর ১২টার সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিনদিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা শেষ হয়।

এর আগে, ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়। পরে হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত হয়।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড আমাশু কুকরুল এলাকায় ৮০ একর জমির বিস্তৃত এলাকাজুড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তাবলীগ জামায়াতের বিভাগীয় ইজতেমা। ইজতেমায় রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ মুসুল্লী অংশ নেন। লাখো মুসুল্লীর সঙ্গে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের খালি জায়গায় ও রাস্তায় অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন তারা। লাখো মুসল্লির সঙ্গে হাত তুলে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন।

আখেরি মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এরপর অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসগার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে রংপুর বিভাগীয় ইজতেমা ময়দান।

গতবৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্যদিয়ে রংপর বিভাগীয় ইজতেমা শুরু হয়। এতে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বিভাগীয় ইজতেমায় দু-দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন এবং দ্বীনের দাওয়াতে বের হওয়ার জন্য নিয়ত করেন তারা।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status