|
টেকনাফে সমুদ্রপথে পাচারকালে ৭ ভুক্তভোগী উদ্ধার আটক ২
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে সমুদ্রপথে পাচারকালে ৭ ভুক্তভোগী উদ্ধার আটক ২ রোববার (৮ ডিসেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে—একদল সংঘবদ্ধ পাচারকারী সমুদ্রপথে মালেশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন ভুক্তভোগীকে ট্রলারে তুলে প্রস্তুত করে রেখেছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান—“রাত ১টার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় সন্দেহজনক ট্রলারটি ঘেরাও করে বিজিবির অভিযানিক দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত সরিয়ে নিতে চাইলে ধাওয়া করে মুন্ডার ডেইল সংলগ্ন শিশু পার্ক এলাকায় ট্রলারটি আটক করা হয়। সেখানে তল্লাশি করে ছয় জন পুরুষ ও এক নারীসহ মোট সাত জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।” তিনি বলেন, “ট্রলারের মধ্যেই লুকিয়ে থাকা পাচারচক্রের সদস্য মো. আলম (১৯)-কে আটক করা হয়। পরে পরিচয় গোপন করে আরও অভিযান চালিয়ে রাত ৮টার দিকে চক্রের আরেক সদস্য ইসমাঈল (২৮)-কেও আটক করে বিজিবি। তবে চক্রের আরেক সদস্য মোহাম্মদ ইউসুফ (২২) পলাতক রয়েছে, যিনি মালয়েশিয়া প্রবাসী বলে জানা গেছে।” উদ্ধারকৃত ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ, ভিসা–বিমানসহ বিভিন্ন লোভনীয় প্রলোভন দেখিয়ে তাদের প্রতারণার জালে ফেলে পাচারকারীরা। তদন্তে জানা গেছে, মালয়েশিয়ায় বসবাসরত পাচারচক্রের এক সদস্য এ নেটওয়ার্কের সঙ্গে সরাসরি জড়িত। আটক দুই পাচারকারী ও উদ্ধার ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
