|
উজিরপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
এ এইচ অনিক
|
![]() উজিরপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন ৮ ডিসেম্বর সকাল ১০টায় উজিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) ও উজিরপুর ডিজএবিলিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর ডিজএবিলিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সহায়তা বৃদ্ধি এবং সমাজের মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলামিন সরদার। এ ছাড়া আলোচনা করেন উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ কালাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ হিযবুল্লাহ। অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
