|
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ফুলবাড়ীতে আন্দোলনরত ৮ দলের বর্ণাঢ্য স্বাগত মিছিল
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ফুলবাড়ীতে আন্দোলনরত ৮ দলের বর্ণাঢ্য স্বাগত মিছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দাবি-সংবলিত স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলা বাজার এলাকা প্রদক্ষিণ করে তিনকোণা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক বলেন,জাতীয় সনদ বাস্তবায়ন জাতির ন্যায়বিচার ও গণঅধিকার প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। রংপুর বিভাগীয় সমাবেশ গণমানুষের শক্তি ও ঐক্যের প্রতিফলন হবে। বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান বলেন, উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করব। এছাড়া বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা সভাপতি হাবিবুর রহমান, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতি আমির হামজা, জামায়াত নেতা মাস্টার রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি আফজাল হোসেন বাবুল প্রমুখ। নেতারা ৮ দলের যৌথ দাবিসমূহ তুলে ধরে বলেন,জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন,আদালতের নির্দেশ অনুসারে গণভোট আয়োজন,জনগণের ভোটাধিকার সুরক্ষা,ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের সংস্কার,৫-দফা দাবি দ্রুত বাস্তবায়ন। মিছিলকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নিয়ে ঐক্য, ন্যায় ও সংগ্রামের বার্তা উচ্চারণ করেন। প্রতীকী ব্যানার, শৃঙ্খল ভাঙার চিত্র ও স্লোগানে কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ হয়। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী ৩ ডিসেম্বর রংপুরে আয়োজিত বিভাগীয় সমাবেশে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে এই স্বাগত মিছিলকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নেতাদের আশা, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
