ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 12:51 PM

পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই মেয়েকে বোনের কাছে রেখে নিজের পোড়াঘরে এলেন নাজমা বেগম। পুড়ে ভেঙে পড়া টিন আর ছাইয়ের গাদার মধ্যে হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি—১৪ বছরের সংসারের কিছু পাওয়ার আশায়।

বুধবার সকাল ৮টার দিকে গিয়ে দেখা গেল, তার বাড়িতে অনেক মানুষের ভিড়; বেশিরভাগই উৎসুক জনতা। ভিড়ের মধ্যে নিজের কাজটাও করতে পারছিলেন না বলে অন্যদের তাড়াতে বকাঝকা করছিলেন নাজমা।

বলছেন, “সবাই আইছে তামশা দেখপার। আর আমরা রাইতে ঘুমাইতে পারি না, পোলাপাইনডি সকাল থাইকা এহনো কিছু খায় নাই। আর হ্যারা আইসা খালি ভিড্যু করে।”
নাজমার ঘরের জায়গায় অনেকটা তেড়েই এলেন একজন; আশরাফ পরিচয় দেওয়া এ তরুণ বলছেন, “আমাগো এইহানে আগুন দিছে, আপনারা এইসব লেখেন না কেন। ফেসবুকে দেহেন।”

আগুন লাগিয়ে দেওয়া হয়েছে—এমন সন্দেহের কথা বলেছেন অনেক বস্তিবাসী। আর সন্দেহের উৎস হিসেবে বলেছন ফেইসবুকে দেখা ‘তথ্যকে’। নিজেরা সন্দেহজনক কিছু দেখেছেন—এমন কথা কেউ বলেননি।

সেখানে বয়োজ্যেষ্ঠ আব্দুল মতিন বলছেন, “এইখানে নাকি মার্কেট করব, হেইজন্যি উচ্ছেদ করতে আগুন লাগাই দিছে। আমাগেরে ভালোভাবে কইলেই তো আমরা চইল্যা যাইতাম।”

৯০ একর জমি নিয়ে গড়ে ওঠা ৮০ হাজার মানুষের এ আবাসস্থলই ঢাকার সবচেয়ে বড় বস্তি। ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া কড়াইল বস্তির বাসিন্দাদের প্রায় সবাই খেটে খাওয়া মানুষ। আশপাশের বাসা-বাড়ি, অফিস, দোকানে কাজ পাওয়া যায় অনেকটা সহজেই, সেই কারণে কিছুটা কষ্ট করে হলেও কড়াইলের বাসিন্দা হয়েছেন অনেকেই।

নারীদের অনেকেই আশপাশের বাসাবাড়িতে কাজ করেন। একটা একটা করে টাকা জমিয়ে ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ কিনেছিলেন তারা। নগদ জমানো টাকা, টুকটাক গয়নাও ছিল কারো ঘরে। আগুনে পরনের পোশাকটা ছাড়া সবই হারিয়েছেন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত বাসিন্দা।
পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

নিজের ঘরের সামনে স্ত্রীকে নিয়ে বসেছিলেন সিলেটের আব্দুল মালেক, তার পাঁচ বছরের ছেলেটি একবার বাবার কোলে এসে বসছে, তো আরেকবার গলা ধরে পিঠে চড়ে ঝুলছে। মালেকের স্ত্রীর চোখ ছলছল। ধ্বংসস্তূপের মধ্যেই ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন মালেক।

বনানী ক্লাবের এই নিরাপত্তাকর্মী বলছেন, আগুন লাগার সময় তিনি ঘরেই ছিলেন। স্ত্রীকে কোনোরকমে বের করে দিতে পারলেও নিজে আটকা পড়েন। পরে জানালা নিয়ে নামতে গিয়ে পা কেটে যায়।

নিজেরা ঘর থেকে বের হতে পারলেও বস্তিরই একটা মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আর খুঁজে পাচ্ছিলেন না। সেই চিন্তায় কেটেছে সারারাত। ভোররাতে ছেলেকে খুঁজে পান।

মালেক বলেন, “আমার একটা ছেলে, মেয়েটা গ্রামে থাকে। জিনিসপত্র গ্যাছে তার কষ্টতো আছে ভাই, কিন্তু ছেলে হারানোর পর পাগল হয়ে ছিলাম। “ওরে পাওয়ার পর জানে পানি আইলো। জিনিসপত্র বাঁচানোর তো কুনো সুযোগই নাই।”

চার হাজার টাকা ভাড়ায় কয়েক বছর ধরে ওই ঘরে থাকছিলেন মালেক। তার স্ত্রীও কর্মজীবী, পাশের একটি দপ্তরে অফিস সহকারীর কাজ করেন। ঘরের সব জিনিসপত্রই ছিল, এখন পরনের কাপড়টা ছাড়া আর কিছুই নেই।

ইক সংলগ্ন বস্তির ধ্বংসস্তূপে কিছুটা ঠান্ডার মধ্যে পাতলা গেঞ্জি গায়ে, খালি পায়ে থাকা অনেক শিশুকে দেখা গেল জিনিসপত্র খুঁজে বেড়াতে। তাদের একজনের মা শাবানা বললেন, “কিচ্ছু বাইর করতারিনি। পোলাপাইনডির কাপড় চোপড়, বই-খাতা সব গ্যাছে গা। এক রাইতেই ঠান্ডা লাইগা গ্যাছে গা।”

বস্তির গলিপথগুলোতে উপচেপড়া মানুষের স্রোত। বেশিরভাগই দর্শনার্থী। এ ভিড়েই হাতে পরোটা-সবজির টোপলা নিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছিলেন আসমা বেগম।

গত বছরই সমিতি থেকে ঋণ করে আড়াই লাখ টাকা দিয়ে এখানে একটা ঘর কিনেছিলেন তিনি। এখন কিস্তি শোধের দুশ্চিন্তা আর তিলেতিলে গড়া সংসারটা পুড়ে যাওয়ার শোক মিলে ভেঙে পড়েছেন আসমা।

তিনি বলছিলেন, “আমি মাইনষের বাসা-বাইত্তে কাম করি। গেল বছর সমিতিত্তে টেকা (ঋণ) তুইলা একটা ঘর কিনছি। ভাবছিলাম পোলাপাইনডি থাকবো।

“আমার ঘরডা গ্যাছে, কিচ্ছু নাই। ভাইয়ে আইসা কয়ডা টেকা দিছে হেইডা দিয়া নাস্তা কিনছি। এখন আবার কিস্তিও দেওন লাগব।”

দুই ছেলেকে নিয়ে ধ্বংসস্তুপে বসে আহাজারি করছিলেন গৃহকর্মী ঝুমা আক্তার। তিনি বলছেন, “বাসাবাড়িতে কাম কইরা একটা একটা কইরা জিনিস করছি। ফ্রিজ কিনছি, ৩১ হাজার ট্যাকা দিয়া টিভি কিনছি। সব গ্যাছে।

“পোলাগো বাপের একটা অটোরিকশা আছিল গ্যারেজে রাখা। হেইডাও গ্যাছে।”
পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, সঙ্গে ক্ষোভ-সন্দেহ

বস্তির ভেতরেই ভাঙারির দোকান চালাতেন আলম ও ফাতেমা আক্তার দম্পতি। তাদের বসত ঘর আর দোকান দুটোই পুড়েছে। এক বছর বয়সি ছেলেকে নিয়ে এই দম্পতি বসে ছিলেন ভস্মীভূত হওয়া দোকানটার সামনে।

ফাতেমা বললেন, “দোকান পুড়ছে, ঘরডাও গেছে। বাচ্চাডার কোনো কাপড়-চোপড় নাই। ছোট বাচ্চা, বারবার প্যান্ট ভিজায়।

“একবার ভিজাইলে যে ওরে পড়াবো এরকম কাপড় নাই। এইজন্যে দাম দিয়া প্যাম্পার (ডায়াপার) কিন্যা আনলাম, নাইলে বাচ্চাডার ঠান্ডা লাগব।”

মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লাগা ভয়াবহ আগুনে সেখানকার প্রায় দেড় হাজার ঘর পুড়ে যাওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। সেদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

সোয়া পাঁচ ঘণ্টা ধরে চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের খবর দেয় বাহিনীটি। পরদিন সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status