ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
১০ জনের বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 10:03 AM

১০ জনের বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি

১০ জনের বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে এন্টসো মারেস্কার দল চেলসি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার এবং প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়ার পর বিরতির পরও বার্সেলোনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বরং, এই ম্যাচে জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভোঁ এবং তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাপ। 

এছাড়াও, অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে স্বাগতিকরা আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও গোল পায়নি।

ম্যাচে চেলসির দাপটের চিত্র পরিসংখ্যানেও ফুটে উঠেছে। ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এন্টসো মারেস্কার দল। অন্যদিকে, বার্সেলোনার পাঁচ শটের মধ্যে কেবল দুটি লক্ষ্যে ছিল। ম্যাচের শুরুতেই, চতুর্থ মিনিটে চেলসি এগিয়ে যেতে পারত, কিন্তু এন্সো ফের্নান্দেসের গোলটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

এরপর ষষ্ঠ মিনিটে ফেররান তরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারেন। ২৭তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় চেলসি। মার্ক কুকুরেইয়ার কাট-ব্যাকে ফেররান তরেসের ফ্লিক ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে জালে জড়ায়, যা আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়। ৪৪তম মিনিটে কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্দ আরাউহো, যার ফলে দলটি দশ জনের দলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পর বার্সেলোনার জালে বল পাঠিয়ে আরেকবার অফসাইডের কারণে গোল পায়নি চেলসি। সেই হতাশা ভুলে পাঁচ মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভোঁ। তিনি রিস জেমসের পাস পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এরিক গার্সিয়াকে কাটিয়ে, আলেহান্দ্রো বাল্দের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন।

৭৩তম মিনিটে বক্সে ফের্নান্দেসের পাসে লিয়াম ডেলাপ গোল করে স্কোরলাইন ৩-০ করেন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। এই জয়ের ফলে প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে। 

অন্যদিকে, চার ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। এই ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জোড়া পরিবর্তন আনেন, কিন্তু বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি কোনো দলই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status