|
শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে কৃষক গুরুতর আহত, হাসপাতালে মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে কৃষক গুরুতর আহত, হাসপাতালে মৃত্যু নিহত ব্যাক্তি জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের বেপারি পাড়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন প্রতিদিন গফরগাঁও থেকে ট্রেনে করে সবজি পরিবহন করে শ্রীপুরে এনে বিক্রি করে বাড়ি ফিরতেন দৈনন্দিন। এর ধারাবাহিকতায় রোববার নাণিজ্য শেষে রাতে বাড়ি ফেরার পথে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হন ওই কৃষক। এসময় ট্রেন তার উপর দিয়ে চলে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, “এমন কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
