| 
			
							
			
			 ময়মনসিংহ কারা স্টাফ কল্যাণ দিবস উদ্যাপন 
			
			মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ 
			
			
			 | 
		
			
			![]() ময়মনসিংহ কারা স্টাফ কল্যাণ দিবস উদ্যাপন কারা অধিদপ্তরের অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ হিসেবে উদ্যাপনে উপলক্ষ মিলনমেলার সৃষ্টি হয়। সেখানে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাঁদের পরিবারও উৎসাহের সঙ্গে অংশ নেয়। মাসব্যাপী কারা স্টাফ কল্যাণ দিবস শেষের দিন স্টাফদের পুরস্কৃত করা হয়।  কর্মসূচির অংশ হিসেবে সভা, সেমিনার, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, আন্ত:বিভাগীয় খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।  ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে এই ধরনের আয়োজন পরিবারগুলোর মধ্যে আনন্দের সঞ্চার করে। এর মূল উদ্দেশ্য হলো কর্মীদের প্রতি কর্তৃপক্ষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা।  কারারক্ষী মাজাহারুল ইসলাম বলেন, অক্টোবর মাসকে ‘উৎসবের মাস’ যা কর্মীদের সুপ্ত প্রতিভা প্রকাশে ও মনকে সুস্থ করে কর্মস্পৃহা বৃদ্ধি করে।  ময়মনসিংহ বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক (প্রিজন) তৌহিদুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি তাঁদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই স্টাফ কল্যাণ দিবস।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
