|
স্লুইস গেট অকেজো: পানির অভাবে দুই হাজার একর আমন ধান ঝুঁকিতে
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() স্লুইস গেট অকেজো: পানির অভাবে দুই হাজার একর আমন ধান ঝুঁকিতে টুংগিবাড়িয়া গ্রামের কৃষক মো. জাবের হাওলাদার বলেন, “আশায় ধান লাগাইছি। কিন্তু গেটটা নষ্ট, পানি ধরে না। জমি শুকনা হয়ে গেছে। এখন ধান তো চোখেই পড়ছে না, গাছ শুকায়া যাচ্ছে। কাটাখালী গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, গত বছরও এই সময় পানি ধরে রাখতে পারছিলাম, ভালো ধান হয়েছিল। এবার স্লুইস গেটের ভরসায় ছিলাম, কিন্তু কেউ আসে না, দেখে না। একাধিকবার বলছি, কাজ হয় না।” সরেজমিনে দেখা গেছে, স্লুইস গেটটির কপাট ভাঙা এবং দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। ফলে খালের পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। মাঠের পানি দ্রুত নেমে যাচ্ছে, এতে ধানের শীষ বের না হওয়া ছাড়াও গাছ ঝরে পড়ছে। ![]() স্লুইস গেট অকেজো: পানির অভাবে দুই হাজার একর আমন ধান ঝুঁকিতে স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি কৃষি মৌসুমেই স্লুইস গেট নিয়ে এমন সমস্যা হয়, কিন্তু প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড তাতে তেমন গুরুত্ব দেয় না। স্থানীয় সচেতন মহল এবং কৃষকরা দ্রুত স্লুইস গেট সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এতে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকরাও স্বস্তি ফিরে পাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
