|
খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যহীন ও সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের শক্তিকে সামাজিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখাই আনসার বাহিনীর অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নূরুল হাসান ফরিদী আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের এটি ২০২৫ সালের চতুর্থ ধাপ, যা খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৭ জেলায় একযোগে শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
