ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে দিনব্যাপী নানা কর্মসূচি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 20 October, 2025, 8:14 PM

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে দিনব্যাপী নানা কর্মসূচি

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে দিনব্যাপী নানা কর্মসূচি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল মঞ্চ নাটক, খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সোমবার (২০ অক্টোবর) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে চাইল্ড নট ব্রাইড (সিএসবি) প্রোজেক্টের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল ও উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলোর শিখা যুব উন্নয়ন সংঘের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও সাধারণ সম্পাদক বিলকিস খাতুন। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের জন্য অভিশাপ। সমাজের প্রতিটি নাগরিককে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর, স্থানীয় যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন শাকিল আলম।
দিনব্যাপী কর্মসূচির শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status