|
মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানীকে কুপিয়ে হত্যা
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানীকে কুপিয়ে হত্যা মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকার চাওয়ার জন্য বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমি বাবার হ'ত্যার বিচার চাই। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাজু (২৪), কাদের (২৫) ও সাইফুল(২৬) নামের তিন জনকে আটক করেছে। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুরে মর্গে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
