|
রাজনীতি আমরা দেশের স্বার্থে করি: শাহাদাত হোসেন সেলিম
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রাজনীতি আমরা দেশের স্বার্থে করি: শাহাদাত হোসেন সেলিম রোববার (২০ অক্টোবর) বিকেলে রামগঞ্জ মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্টে আর.এইচ.এল হাউজিং লিমিটেডের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এইসময় শাহাদাত হোসেন সেলিম মঞ্চে উপস্থিত থাকা রামগঞ্জ থানার ওসিকে ইংগিত করে বলেন, মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। রাজনীতির পরিচয় দিয়ে কেউ বিশৃঙ্খলা করলে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে ওসিকে পরামর্শ দেন তিনি। আর.এইচ.এল হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মো. শামছুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের সুরাহ কমিটির সদস্য আমীর হোসেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, রামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কানন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার প্রমুখ। উল্লেখ্য: রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। একইসময় এ হাউজিং পক্ষ থেকে উপজেলার ১৫'শ বিদ্যালয়ে ১৫'শ চারাগাছ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
