ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ব্রীজে ভয়াবহ ফাটল,পরিদর্শন করেন-ইউএনও
নাসির শরীফ, উজিরপুর
প্রকাশ: Monday, 20 October, 2025, 8:10 PM

ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ব্রীজে ভয়াবহ ফাটল,পরিদর্শন করেন-ইউএনও

ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ব্রীজে ভয়াবহ ফাটল,পরিদর্শন করেন-ইউএনও

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একমাত্র ব্রীজটি ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। 

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উল্লেখ্য ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে জনগুরুত্বপূর্ণ ও দক্ষিনাঞ্চলের যানচলাচলের একমাত্র ব্রীজটিতে হঠাৎ ফাটল ধরায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

তাই দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সাময়িক ভাবে  দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রীজটির মেরামতের কার্যক্রম চালাচ্ছে। ঐতিহ্যবাহী বামরাইল বন্দর ব্যবসায়ীরা জানিয়েছে বামরাইল বাসস্ট্যান্ডের ব্রীজের নিচের অংশ অনেকটা ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। 

এরপর কর্মকর্তারা ব্রীজের নিচে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় শত বছরের পুরাতন ব্রীজটি নির্মানের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। ব্রীজটির উপর দিয়ে দক্ষিনাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। 

এছাড়া  প্রতিদিন মালামাল বোঝাই হাজার হাজার ভাড়ী গাড়ি চলাচল করার কারনে ব্রীজটিতে ফাটল ধরে বেহাল দশায় পরিনত হয়। গত শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন খান। তিনি বলেন তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রীজটি পরিদর্শন করেছেন। 

ব্রীজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করা হয়েছে। এদিকে ওই ঝুকিপূর্ণ ব্রীজটি অচিরেই নতুন করে নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বামরাইলবাসী। 

এ খবরে সার্বিক খোঁজ খবর নিতে ২০ অক্টোবর দুপুর ২ টার দিকে ঘটনাস্থল বামরাইলে ছুটে যান মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়া তিনি উজিরপুর প্রতিবেদককে জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ওই ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভাড়ি যানবাহন চলতে দেয়া হবেনা। এছাড়া একসাথে একের অধিক গাড়ি চলাচলে বাধা দেয়া হবে। যান্ত্রিক গাড়ির গতি কমানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে কঠোর নজরদারি থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status