ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
ভূরুঙ্গামারীতে নারী স্বাস্থ্যসচেতায় ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 20 October, 2025, 6:17 PM

ভূরুঙ্গামারীতে নারী স্বাস্থ্যসচেতায় ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা

ভূরুঙ্গামারীতে নারী স্বাস্থ্যসচেতায় ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা

বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন ‘বউ-শাশুড়ি মেলা’। সোমবার (২০ অক্টোবর) পাইকেরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়নে ছিল ল্যাম্ব হাসপাতাল এবং অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

উপজেলা পঃ পঃ কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ -পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম মেজবাহ উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাফিউল ইসলাম, মেডিকেল অফিসার- মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ডা: ফেরদৌসী বেগম, প্রজেক্ট ম্যানেজার এসআরএমএনসি আইচ ল্যাম্ব মোহাম্মদ আলী, ডিস্ট্রিক ফেসিলিটিটর -ইউ এনএফপিএ আসাদুজ্জামান সরকার, ডিএসআরএইচআরসি জেএপিএআইজিও ডা: সুমাশ্রী রায়, প্রজেক্ট অফিসার - এসআরএমএনসি আইচ  ল্যাম্ব বাদল এক্কা, ডিস্ট্রিক ফেসিলিটেটর ল্যাম্প মঞ্জু আরা।

দিনব্যাপী মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিল ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং এবং কিশোরী স্বাস্থ্যসেবা কর্নার, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

মেলায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

অংশগ্রহণকারী পাইকেরছড়া গ্রামের শাশুড়ি সাহেরা ভানু ও তার পুত্রবধূ জোস্না বলেন, আগে গর্ভকালীন বা স্বাস্থ্যবিষয়ক বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করতাম। কিন্তু আজকের মেলায় এসে বুঝেছি মা ও শিশুর সুস্থতার জন্য এসব আলোচনা কতটা জরুরি।

প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন, পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। গ্রামীণ নারীদের গর্ভকালীন ও স্বাস্থ্যসচেতন করতে এবং বউ-শাশুড়ির সম্পর্ক আরও মধুর করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পারিবারিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন মেলার আয়োজন আরও ঘন ঘন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status