|
বাগমারায় ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের প্রচারণায় অধ্যাপক কামাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের প্রচারণায় অধ্যাপক কামাল রোববার (১৯ আক্টোবর) সকালে তিনি গোয়ালকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ও মহিলা ভোটারদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট পৌঁছে দেন। অধ্যাপক কামাল হোসেন বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তিই এখন বিএনপির মূল অঙ্গীকার। তিনি ভোটারদের ধানের শীষে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান টমি, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
