ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
মা, এমন নেচো না - মালাইকার নাচ নিয়ে ছেলে আরহানের মজার মন্তব্য!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 October, 2025, 3:39 PM

মা, এমন নেচো না - মালাইকার নাচ নিয়ে ছেলে আরহানের মজার মন্তব্য!

মা, এমন নেচো না - মালাইকার নাচ নিয়ে ছেলে আরহানের মজার মন্তব্য!

বলিউডের আইটেম সং কুইন মালাইকা অরোরার নাচ মানেই দর্শকদের জন্য চোখধাঁধানো পারফরম্যান্স। ছাইয়া ছাইয়া, মুন্নি বদনাম হুই থেকে শুরু করে সদ্য প্রকাশিত পয়জন বেবি- প্রতিটি গানে তাঁর উপস্থিতি অনবদ্য। তবে তাঁর সবচেয়ে বড় সমালোচক কেউ একজন, আর তিনি আর কেউ নন, মালাইকার নিজের ছেলে আরহান খান।

সম্প্রতি মুম্বাইয়ে পয়জন বেবি গানের প্রচারে এসে মালাইকা জানান, তাঁর ছেলে আরহান দারুণ নাচে। ঈশ্বরকে ধন্যবাদ, ও আমার নাচের জিন পেয়েছে, বলেন মালাইকা। সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে তাঁর ছেলের নাচের প্রতিভা নিয়ে গর্বিত তিনি।

তবে ছেলের সঙ্গে নাচের অভিজ্ঞতা বরাবরই মজার। মালাইকা বলেন, আরহান মাঝে মাঝে নতুন নতুন স্টেপ শেখে আর আমাকে বলে, মা, চলো একসঙ্গে করি। তারপর সারা দিন আমার নাচ নিয়েই ঠাট্টা করে। বলে, প্লিজ, এমনভাবে নেচো না মা!

এমন মন্তব্যে কষ্ট পান না মালাইকা, বরং বেশ উপভোগ করেন। তিনি বলেন, ওর চোখে আমি এখনো কেবল মা; বলিউডের ড্যান্স ডিভা নই।

এবার পয়জন বেবি গান দিয়ে পর্দায় ফিরেছেন মালাইকা। গানটি থাকছে পরিচালক আদিত্য সারপোতদারের নতুন ছবি থামাতে। গানটিতে মালাইকার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর এবং দিব্যা কুমার।

নিজের পারফরম্যান্স নিয়ে মালাইকা বলেন, অনেক দিন পর এমন এনার্জেটিক, ফুল-অন ড্যান্স নাম্বারে কাজ করলাম। চাইছিলাম, আমার নাচ যেন হয় বেপরোয়া, আবেগপূর্ণ এবং আকর্ষণীয়।

ছবিটি মুক্তি পাচ্ছে দিওয়ালি উপলক্ষে, ২১ অক্টোবর। পয়জন বেবি দিয়ে আবারও মঞ্চ কাঁপাতে প্রস্তুত মালাইকা। এবার ছেলের কাছেও কি পাশ মার্ক পাবেন এই বলিউড ড্যান্স কুইন? সেটাই দেখার অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status