ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
জাতিসংঘ সম্মেলনের আগে বিশ্বকে রোহিঙ্গাদের যে বার্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 September, 2025, 4:57 PM

জাতিসংঘ সম্মেলনের আগে বিশ্বকে রোহিঙ্গাদের যে বার্তা

জাতিসংঘ সম্মেলনের আগে বিশ্বকে রোহিঙ্গাদের যে বার্তা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। রোহিঙ্গা সংকট নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও গুরুত্ববহ সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে। 

এই সম্মেলনের শুরুর তিন দিন আগে বিশ্ববাসীর কাছে নিজেদের বার্তা পৌঁছাতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে এক সমাবেশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। 

‘আওয়ার ফিউচার, আওয়ার ভয়েস- মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা’ শিরোনামে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য দেওয়া প্রতিশ্রুত ন্যায়বিচার এবং নিরাপদ প্রত্যাবাসন এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গারা কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা কোনোভাবেই দীর্ঘমেয়াদি সমাধান নয়।

রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত কমিউনিটি নেতা মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, আমরা আর কেবল প্রতিশ্রুতি শুনতে চাই না। আমাদের প্রকৃত চাওয়া হলো- গভীর নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরার সুযোগ। আমরা মিয়ানমারে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার চাই।

তরুণ রোহিঙ্গা অধিকারকর্মী কিন মং বলেন, আমাদের প্রজন্ম শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যদি দ্রুত সমাধান না আসে, এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই আসন্ন সম্মেলনে অবশ্যই কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সমাবেশে আরও বক্তব্য দেন রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ ফোরকান। তিনি বলেন, আমরা চাই, সম্মেলন থেকে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি হোক। শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। না হলে এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সদাপ্রস্তুত। 

এ লক্ষ্যে জাতিসংঘে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আমরা আশা করি, ৩০ সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী একটি দৃঢ় সংকল্প গড়ে তুলবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে, যেখানে তহবিল সংগ্রহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে, সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেনটেটিভের দপ্তরের যৌথ উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয় কক্সবাজারে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status