ফেনীর বাকহীন শিল্পীর জীবনযুদ্ধ: দারিদ্র্যের ক্যানভাসে রঙিন আশা
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীর বাকহীন শিল্পীর জীবনযুদ্ধ: দারিদ্র্যের ক্যানভাসে রঙিন আশা ফেনীর সোনাগাজী উপজেলার দৌলতপুর গ্রামের তিন বোনের মধ্যে সবার বড় সুরাইয়া। বাবা আ জ ম ইউসুফ কাজল এবং মা সাবিনা ইয়াসমিনের সীমিত আয়ে পরিবারের ভরণপোষণই কঠিন। ফেনী গার্লস স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও অর্থাভাবের কারণে থেমে যায় তার শিক্ষাজীবন। বর্তমানে খালার ভাড়া বাসায় থেকে উজ্জীবক আর্ট স্কুলে আঁকা শিখছে সুরাইয়া। তার সহপাঠীরা বলে, “যদি কথা বলতে পারতো, তবে আমরা সবাই তার সাথে গল্প করতে পারতাম। সুরাইয়ার মা সাবিনা ইয়াসমিন জানান, আমার মেয়েটা কানে শুনতে পায় না, কিন্তু খুব ভালো আঁকতে পারে। তার পড়াশোনা আর আঁকার খরচ চালানো আমার জন্য কঠিন। তবে স্বপ্নটা যেন ভেঙে না যায়, সেটাই চাই। ড্রয়িং প্রশিক্ষক গিয়াসউদ্দিন ভূঁইয়া বলেন, সুরাইয়া খুবই মেধাবী। সুযোগ পেলে অনেক দূর যেতে পারবে। শুধু দরকার সামান্য সহায়তা। ছোট্ট এই শিল্পীর চোখে বড় স্বপ্ন—একদিন ভালো কিছু করে পরিবারকে ও দেশকে গর্বিত করা। সমাজ যদি এগিয়ে আসে, তবে সুরাইয়ার রঙে ভরা স্বপ্ন একদিন বাস্তবেই আলো ছড়াবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |