ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:52 AM

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এ সময় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সংবিধানকে কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে রূপ দেয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন এবং দূর্নীতি দমন কমিশনকে দূর্নীতির আজ্ঞাবহ কমিশনে রূপ দিয়েছে। পরে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত জুলাই বিপ্লবে জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অন্তর্র্বতীকালীন সরকার দ্বারা গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না। ঐক্যমত কমিশনের প্রস্তাাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেও ওই দলটি আপত্তি জানিয়ে আসছে।

কোনো দলের আপত্তি কিংবা চাপ থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশে জুলাই সনদ ঘোষণা করতে না পারলে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকারের প্রতি আহŸান জানিয়ে বুলবুল আরো বলেন, জাতি সংবিধান সংশোধন করে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে। আর জামায়াতে ইসলামী এই অন্তর্র্বতীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর তাই অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে জোড় দাবী জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। অন্যথায় জনগণ আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক এমপি ও জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, শহর শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শণ করেন। ###

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status