ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 September, 2025, 4:01 PM

২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত

২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত

এই প্রথম ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। ‘অগ্নি-প্রাইম’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তা সফলও হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি রেলভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। বিবৃতিতে রাজনাথ সিং বলেছেন, রেলভিত্তিক ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের অল্প কয়েকটি দেশে রয়েছে ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেম।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর দেন। আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্র তারই অংশ। দেশেল প্রতিরক্ষা বিভাগ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে।

অগ্নি-প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন অ্যাডভান্সড ফিচারসমৃদ্ধ। আর এটিই ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র, যা বিশেষ লাঞ্চার সিস্টেম ব্যবহারের মাধ্যমে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব।

অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র প্রস্তুতের জন্য ডিআরডিও (ভারতের প্রতিরক্ষা বাহিনীর সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান) স্ট্যাটেজিক ফোর্স কমান্ড এবং প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অস্ত্রভাণ্ডারে এই ক্ষেপণাস্ত্র অনেক বড় একটি সংযোজন।

সূত্র : এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status