গ্রেপ্তার আতঙ্কে ভিন্ন রুটে জাতিসংঘের উদ্দেশে নেতানিয়াহুর যাত্রা
নতুন সময় প্রতিবেদক
|
গ্রেপ্তার আতঙ্কে ভিন্ন রুটে জাতিসংঘের উদ্দেশে নেতানিয়াহুর যাত্রা ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সাধারণত ব্যবহৃত উত্তর ইউরোপীয় রুট এড়িয়ে গ্রিস ও ইতালি অতিক্রম করে দক্ষিণ দিকে চলে যায়। এরপর বিমানটি জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। যদিও ফ্রান্স জানায়, তারা ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল, তথাপি বিমানটি সেদিকে না গিয়ে নিরাপদ বিবেচনায় দক্ষিণ রুট বেছে নেয়। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটি কার্যকর হওয়ার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোম স্ট্যাটিউট অনুস্বারে স্বাক্ষরকারী দেশগুলোর মাটিতে জরুরি অবতরণের প্রয়োজন হলে সেই পরোয়ানা কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল। এ কারণেই যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগালসহ ইউরোপের অনেক দেশ এড়িয়ে চলেছে বিমানটি। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও অন্যান্য ইউরোপীয় দেশ। স্পেন আরও জানিয়েছে, তারা গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি বিশেষ দল গঠন করবে এবং আইসিসির চলমান তদন্তকে পূর্ণ সমর্থন দেবে। এ সকল পদক্ষেপে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |