ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষিকা হিরামনি হলেন জেলা অ্যাম্বাসেডর
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 4 September, 2025, 11:22 AM

তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষিকা হিরামনি হলেন জেলা অ্যাম্বাসেডর

তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষিকা হিরামনি হলেন জেলা অ্যাম্বাসেডর

তেঁতুলিয়া উপজেলায় ICT4E  জেলা অ্যাম্বাসেডরশিপ শিক্ষক হিসেবে মনোনয়ন পেলেন আরও ০১ জন শিক্ষিকা হিরামণি। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই এর যৌথ উদ্যোগে  তাকে  ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ নির্বাচিত করেন।

এই প্রোগ্রামের লক্ষ্য আইসিটির বহুমাত্রিক ব্যবহারের জন্যে প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন করে দক্ষ শিক্ষকদের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা। নির্বাচিতরা জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। শিক্ষক বাতায়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিরামনি এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ।

হিরামনি ২০০৯ সালে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। বর্তমানে, তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। এই দীর্ঘ কর্মজীবনে প্রাথমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারে আধুনিক মাল্টিমিডিয়া নিয়ে কাজ  করেছেন।

আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা মোছা: তাহমিনা বেগম আমাকে পারস্পারিক সহযোগিতা করেছেন। আগামীতে আইসিটি কে অন্তরে লালন করে উপজেলা, জেলা তথা দেশের উন্নয়নকল্পে প্রাথমিক শিক্ষক ও শিক্ষায় গুনগত মানোন্নয়নে কাজ করে যেতে চাই।

তেঁতুলিয়া সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক বলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তেঁতুলিয়া উপজেলা শিক্ষার মান উন্নয়নের শিক্ষক বাতায়নে ছাড়াও বিভিন্নভাবে কাজ করে চলেছেন। আগামীতে জেলা অ্যাম্বাসেডরশিপ শিক্ষক ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তেঁতুলিয়া উপজেলায় আরও অধিক শিক্ষক মনোনয়ন পাবে এই আশা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status