ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়ে বিএনপির র‌্যালিতে স্কুল শি‌ক্ষিকা, চিলমারীতে চাঞ্চল্য
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 8:51 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 September, 2025, 8:56 PM

অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়ে বিএনপির র‌্যালিতে স্কুল শি‌ক্ষিকা, চিলমারীতে চাঞ্চল্য

অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়ে বিএনপির র‌্যালিতে স্কুল শি‌ক্ষিকা, চিলমারীতে চাঞ্চল্য

চিলমারী উপজেলার চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা জিয়ারা খাতুন রোজি অসুস্থতা দেখিয়ে মৌখিক ছুটি নিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি একই সঙ্গে চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকও।

বিএনপি’র আনন্দ র‌্যালিতে শিক্ষক রোজি র‍্যালির সম্মুখ সারিতে অবস্থান করেন। বুধবার সকাল ১০টায় তিনি অসুস্থতার কারণে সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছিলেন।

সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শৃঙ্খলা ভঙ্গের বিষয় হওয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, জিয়ারা খাতুন রোজি বিএনপি’র মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে আনন্দ র‌্যালিতে অংশ নিয়েছেন। নিজেও স্বীকার করেছেন যে, স্কুল থেকে ছুটি নিয়ে দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আগামী ছয় মাসের মধ্যে চাকুরি অথবা রাজনীতি থেকে একটিতে সিদ্ধান্ত নেবেন।

চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, শিক্ষিকার রাজনৈতিক পরিচয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status