|
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ ফেনীর বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ ফেনীর বিক্ষোভ মিছিল শনিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ পরবর্তী মুহূর্তে, একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবারও শহিদ মিনারে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের ‘জুলাই যোদ্ধা আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে যৌথ বাহিনী হামলা করেছে। এতে ভিপি নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ এসময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং দলটির সভাপতি জি এম কাদেরকে গ্রেফতারের দাবিও তোলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
