|
প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট চেজ
নতুন সময় ডেস্ক
|
![]() প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট চেজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এমন রেকর্ডে নাম তোলেন উইন্ডিজ অলরাউন্ডার রস্টন চেজ। এদিন সাইম আইয়ুবের বলে আলিক আথানাজে আউট হলে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন চেজ। তখন ম্যাচ জিততে ক্যারিবীয়দের দরকার ছিল ৮০ রান, হাতে ৭ ওভার। সময়ের দাবি মেনে মেরে খেলতে পারছিলেন না চেজ। ক্রিজে থাকা সময়ে ১২ বল খেলে মাত্র ১৫ রান করেন তিনি। ফলে একপর্যায়ে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে যতক্ষণে এ সিদ্ধান্ত নেন, ততক্ষণে ৩ ওভারে প্রয়োজন দাঁড়িয়েছে ৪১ রান। শেষ পর্যন্ত উইন্ডিজ ম্যাচ হারে ১৩ রানে। এর মাধ্যমে রস্টন চেজ টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হিসেবে নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের হিসেবে অবশ্য এমন অভিজ্ঞতা তার জন্য দ্বিতীয়বার। এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুইবার রিটায়ার্ড আউট হয়েছেন ফ্রান্সের হেভিট জ্যাকসন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আলী নাসের, বোতসোয়ানার ভিনু বলকৃষ্ণান ও গ্রিসের ক্রিস্টোডুলাস বোগদানোস একবার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
