ভালুকায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণে মোস্তাফিজুর রহমান মামুন
সাজ্জাদুল আলম খান , ভালুকা
|
![]() ভালুকায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণে মোস্তাফিজুর রহমান মামুন শনিবার (২৯ জুন) সকালে ভালুকা সরকারি কলেজ কেন্দ্রে আয়োজিত এই কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, ফাইল ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এমন সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তাঁর পক্ষ থেকেই এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, থানা বিএনপির সম্মানিত সদস্য বাবুল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের নেতারা জানান, এইচএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এবং প্রস্তুতিতে সহায়তা করতে এ ধরনের ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও ছাত্রদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। পরীক্ষার্থী ও অভিভাবকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |