মাত্র এক চামচ ভাত খান সালমান
নতুন সময় ডেস্ক
|
![]() মাত্র এক চামচ ভাত খান সালমান এবার কপিল শর্মা, অর্চনা পুরণ সিং, নবজোৎ সিং সিধু, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক ও কিকু শারদার সঙ্গে মজার আড্ডায় নিজের জীবনযাপন ও পারিবারিক গল্প শোনালেন সালমান খান। সম্প্রতি সিধুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি অংশে সালমান জানান, তার বাবা সেলিম খান এখনও প্রত্যেকদিন হাঁটেন বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড পর্যন্ত। সালমান বলেন, বাবা মনে করেন আমার খাওয়া কমে গেছে, কিন্তু বাবা তিনটে পরোটা, ভাত, মাংস আর মিষ্টি—দু’বেলাই খেয়ে ফেলেন। তার মেটাবলিজম, ডিসিপ্লিনটাই আলাদা। ৮৯ বছর বয়সেও সেলিম খানের এই রুটিনে পরিবার অত্যন্ত গর্বিত বলে জানান অভিনেতা। নিজের খাদ্যাভ্যাস সম্পর্কেও খোলাখুলি বলেন সালমান, তার কথায়, 'আমি সবই খাই, তবে অতিরিক্ত নয়। যেমন ধরো এক চামচ ভাত, কখনও বড়জোর দেড় চামচ, সঙ্গে সবজি, আর চিকেন, মাটন বা মাছ।' একই সাক্ষাৎকারে সালমান খান জানান, ভারতে ‘জিম কালচার’ শুরু করার পেছনে তারও ভূমিকা ছিল। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |