|
শ্রীলঙ্কার জল-পাহাড়ে ঈদ কাটালেন মিম
নতুন সময় ডেস্ক
|
![]() শ্রীলঙ্কার জল-পাহাড়ে ঈদ কাটালেন মিম দীর্ঘদিন ধরে পর্দার বাইরে থাকলেও মিমের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে উঠেছে ভ্রমণের নানা রঙিন ছবিতে। এর আগেও বিদেশ ভ্রমণে দেখা গেছে তাকে—গত ঈদেই গিয়েছিলেন থাইল্যান্ডে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও সিনেমায় সাফল্যের সঙ্গে পথ চলেছেন মিম। ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘সুলতান’, ‘আমি নেতা হব’, ‘সাপলুডু’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির মাধ্যমে আবারও আলোচনায় আসেন মিম। পরে তাকে দেখা যায় রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায়। যদিও ওটিটি প্ল্যাটফর্মে তার উপস্থিতি তুলনামূলক কম। এ পর্যন্ত কেবল ‘মিশন হান্টডাউন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। বর্তমানে মিমের হাতে রয়েছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
