ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম. মতিন
প্রকাশ: Saturday, 15 March, 2025, 8:02 PM

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুরাদ চৌধুরী বলেন,  "রাঙ্গুনিয়ায় ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও তা জনগণের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে উত্তর রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক ২৫ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতাল হলে জনগণ উপকৃত হবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়াকে পরিকল্পিত ইকোনমিক জোনে পরিণত করা যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কাপ্তাই সড়ককে চার লেইনে উন্নীতকরণ এবং মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত করলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।" 

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আকাশ আহমেদ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল শুক্কুর, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন,  দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আবদুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়েব কাদের, সাবেক বিএনপি নেতা মুহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সবুজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মো. মোরশেদসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী বলেন, " দলের প্রয়োজনে এবং রাঙ্গুনিয়ার জনগণের স্বার্থে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন, না দিলেও যাকে দেবে তার পক্ষে কাজ করবো।"  ২০১৮ সালেও তিনি মনোনয়ন চেয়েছেন এবং দলের দু:সময়ে দল ছেড়ে যাননি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে একটি টিভি উপহার দেন এস এ মুরাদ চৌধুরী। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status