|
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত, পাঁচ পরিবারকে বিশেষ সম্মাননা
মোঃ আলফাত হোসেন,সাতক্ষীরা
|
![]() শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত, পাঁচ পরিবারকে বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির। বক্তারা বলেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নারীদের প্রতি সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করাই হবে প্রকৃত উন্নয়নের চাবিকাঠি। আলোচনা শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর জিসিএ প্রকল্পের সহযোগিতায় উপজেলার পাঁচটি পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পারিবারিক কাজে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা তুলে দেন ইউএনও মোছাঃ রনী খাতুন। সম্মাননা প্রাপ্ত পরিবারগুলো হলো,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার নাজমা খাতুন ও মোঃ নুরুজ্জামান দম্পতি, নুরনাহার খাতুন ও মো: নজরুল ইসলাম দম্পতি, রাবেয়া খাতুন ও মো: জাহাঙ্গীর আলম দম্পতি, মারুফা খাতুন ও মোঃ মনিরুল ইসলাম দম্পতি, রেশমা খাতুন ও বিল্লাল হোসেন দম্পতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ মুমতাজুল ইসলাম মুকুল, প্রজেক্ট অফিসার মোঃ আল-মামুন, আবু হাসান, আব্দুর রহমানসহ অন্যান্যরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
