ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
দুর্নীতির ধারণা সূচকে ভারত-পাকিস্তানের অবনতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 3:10 PM

দুর্নীতির ধারণা সূচকে ভারত-পাকিস্তানের অবনতি

দুর্নীতির ধারণা সূচকে ভারত-পাকিস্তানের অবনতি

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪ প্রকাশিত হয়েছে। দুর্নীতির এই সূচকে দেখা গেছে, পাকিস্তান ও ভারতের অবনতি হয়েছে।

২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৩৫তম। যদিও ২০২৩ সালে এই তালিকায় দেশটির অবস্থান ছিল ১৩৩তম। অন্যদিকে ভারতের অবস্থান ৯৬তম। যদিও এই তালিকায় ২০২৩ সালে দেশটির অবস্থান ছিল ৯৩তম।

এদিকে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫১তম। গত বছর এ অবস্থান ছিল ১৪৯তম। দুর্নীতির ধারণা সূচক-২০২৪ এ বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট কমে গত ১৩ বছরে এখন সর্বনিম্ন ২৩ পয়েন্ট। উচ্চক্রম অনুযায়ী দুই ধাপ অবনতিতে বাংলাদেশের অবস্থান ১৫১তম।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৪।


তালিকায় ৯০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ডেনমার্ক। অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতির দেশ হলো এটি। এর পরেই রয়েছে ফিনল্যান্ড ও সিঙ্গাপুর। অন্যদিকে ৮ স্কোর নিয়ে তালিকায় ১৮০তম স্থানে রয়েছে দক্ষিণ সুদান। অর্থাৎ এটি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে রয়েছে সোমলিয়া ও ভেনেজুয়েলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status