ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
মেক্সিকো উপসাগরের নাম হলো ‘আমেরিকা উপসাগর’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 3:00 PM

মেক্সিকো উপসাগরের নাম হলো ‘আমেরিকা উপসাগর’

মেক্সিকো উপসাগরের নাম হলো ‘আমেরিকা উপসাগর’

গুগল কর্তৃপক্ষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের ম্যাপস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করেছে। সান ফ্রান্সিসকো থেকে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

প্রযুক্তি জায়ান্টটি এক ব্লগ পোস্টে লিখেছে, যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পাবেন। যেমনটি অন্যান্য বিতর্কিত স্থানের ক্ষেত্রে দেখা যায়।

একটি পোস্টে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপস ব্যবহারকারীরা 'আমেরিকা উপসাগর' দেখতে পাবেন এবং মেক্সিকোর লোকেরা 'মেক্সিকো উপসাগর' দেখতে পাবেন। বাকি সবাই উভয় নামই দেখতে পাবেন।

গুগল আরও জানিয়েছে, এই পরিবর্তনটি ভৌগোলিক নাম ও তথ্য ব্যবস্থারের মাধ্যমে মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণ অনুসরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

ক্ষমতা গ্রহণের পর, ট্রাম্প কেবল মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি, আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নামটি তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে ফিরিয়ে আনার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

২০১৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে আলাস্কা পর্বতকে ডেনালি হিসেবে স্বীকৃতি দেন। যা আলাস্কার আদিবাসীরা শতাব্দী ধরে ব্যবহার করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status