ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
বাগমারায় মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হকের দাফন সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 February, 2025, 8:41 PM

বাগমারায় মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হকের দাফন সম্পন্ন

বাগমারায় মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হকের দাফন সম্পন্ন

রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া  ইউনিযয় পরিষদের চেয়ারম্যান রেজাউল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

মরহুম চেয়ারম্যান রেজাউল হক মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া শিকদারী গ্রামের মৃত ইমারতুল্লাহর ছেলে। সেই সাথে বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ভাই। 

মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রেজাউল হক প্রথমবারের মতো বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রেজাউল হকের মৃত্যুতে পরিষদ হারালো অভিভাবক। 

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত করে আসছিলেন। দলমত ভুলে তিনি সকলের কল্যাণে কাজ করে গেছেন। চেয়ারম্যান রেজাউল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউনিয়ন জুড়ে। 

সোমবার বিকেল সাড়ে ৪ টায় শিকদারীস্থ সালেহা-ইমারত গার্লস একাডেমি প্রাঙ্গনে মরহুম চেয়ারম্যান রেজাউল হকের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাঃ আব্দুল বারী, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, রেজাউল করিম বাচ্চু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ সহ ইউনিয়ন পরিষদের সদস্য, পরিবারের সদস্য, আত্মীস্বজন ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status