ঝিনাইগাতীতে বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:32 PM
ঝিনাইগাতীতে বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, শেরপুরের আয়োজনে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় এই গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ,ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ফকির মো: মনিরুজ্জামান সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ ভুক্তভোগী এলাকাবাসী।
উক্ত গণশুনানিতে বক্তারা মহারশি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়া সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান।
গণশুনানিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।