ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
শাড়িতে হট টাচ মনামী ঘোষের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 February, 2025, 1:07 PM
সর্বশেষ আপডেট: Monday, 3 February, 2025, 1:21 PM

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

মনামী ঘোষের অভিনয় ও নাচের ভক্তের সংখ্যা কম নয়। এর পাশাপাশি তাঁর ফ্যাশনের অনুরাগীও অনেকে। প্রাচ্য থেকে প্রাশ্চাত্য, সব ধরনের পোশাকেই তিনি সুপার স্টাইলিশ।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


শাড়িতে অপরূপা
অনেকের ধারণা রয়েছে যে শাড়ি মানেই যেন সাবেক সাজ। এই ধারণা যে ঠিক নয় তা প্রমাণ করলেন মনামী ঘোষ। শাড়িতেই দিলেন মডার্ন ফ্যাশন গোল। কেমন ছিল তাঁর এই লুক?

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


শাড়ি কথা
শাড়িটি যতই আধুনিক হোক না কেন, একদম ক্লাসি প্যাটার্ন মেনেই পরেছিলেন তিনি। মনোক্রম্য়াটিক টাচ দেওয়া এই শাড়িটিতে সিকুইন কাজ ছিল বেশ নজরকাড়া।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


শাড়ির প্যাটার্ন
নীল ও কালো রঙের শাড়িতে ছিল গ্লসি ফ্যাব্রিকের ছোঁয়া। শাড়ির সঙ্গে স্টাইল করেছিলেন এক প্রিন্ট ও কারুকার্য করা ব্লাউজে। তাতেও ছিল হরাইজন্টাল স্ট্রাইপ প্যাটার্নের কারুকার্য।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


নুডল স্ট্র্যাপের ব্লাউজ
শাড়ি তো বটেই, তাঁর ব্লাউজটিও বেশ স্টাইলিশ। ক্রপ টপ প্যাটার্নের ব্লাউজের নেকলাইনটি বেশ মানানসই। সঙ্গে নুডল স্ট্র্যাপ বাড়িয়ে দিয়েছে গ্ল্যামার। মনামী ঘোষের পোশাকে বজায় ছিল মনোক্রম্য়াটিক ছোঁয়া।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


মেকআপের খুঁটিনাটি
সাজের সঙ্গে মানানসই মেকআপ না হলে লুক যেন অসম্পূর্ণ থেকে যায়। এই লুকের সঙ্গে বোল্ড আই মেকআপ ও গাঢ় শেডের লিপস্টিক দিয়ে সেজেছিলেন অভিনেত্রী।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


হেয়ারস্টাইল
চুল খোলাই রেখেছিলেন অভিনেত্রী। আর তাতেই যেন তাঁর সৌন্দর্য্য বেড়ে গেছে কয়েকগুণ। এর সঙ্গে গয়না বলতে কানে একজোড়া ভারী জমকালো দুল।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের


অপূর্ব!
বিভিন্ন ধরনের পোশাকে স্টাইলিং করেন অভিনেত্রী। শাড়ি থেকে শর্টস, লেহেঙ্গা থেকে ক্যাজুয়াল সব পোশাকেই তিনি অপরূপা। রিসেপশন লুক হিসেবে মনামী ঘোষের এই শাড়ি লুকটি অনুসরণ করে দেখতে পারেন।

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

শাড়িতে হট টাচ মনামী ঘোষের

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status