ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
অপো ফোনের দাম কমল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 5:10 PM

অপো ফোনের দাম কমল

অপো ফোনের দাম কমল

বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লাটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।

এই অপো এথ্রিএক্স স্মার্টফোনটি মলিটারি-গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যে কোন সামান্য আঘাতে সাধারন ফোনের মতো এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধূলো-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। ফোনটি দ্রুত চার্জ হতে অপো এথ্রিএক্সে ব্যবহার করা হয়েছে ৪৫ডব্লিউ ফ্লাশ চার্জ প্রযুক্তি।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেছেন, ‘ ভক্তদের জন্য নতুন বছর অবিস্মরণীয়ভাবে শুরু করতে অপো প্রতিশ্রুতি। বিকনলিংক ফিচারযুক্ত অপো এথ্রিএক্স উন্মোচন করে আমরা যেকোন পরিস্থিতিতে যোগাযোগকে আরো সহজ করে তুলেছি। একটি উন্নত বিশ্ব রচনায় সহায়তা করতে ব্যবহারকারীরর ফিঙ্গারটিপসে নতুনত্ব নিয়ে আসা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status