ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
আরামকো ৩ বার এসেছিল, বাংলাদেশে স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 January, 2025, 10:30 PM

আরামকো ৩ বার এসেছিল, বাংলাদেশে স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত

আরামকো ৩ বার এসেছিল, বাংলাদেশে স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। সৌদি কোম্পানি আরামকো তিনবার বাংলাদেশে আসলেও অভ্যর্থনা জানানো হয়নি।

রোববার (৫  জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

'সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা' -শীর্ষক একটি   প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে  এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে  এখন অনেক ভিন্ন। সৌদিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যাপল, আইবিএম'র মতো ৪৫০টি  কোম্পানি কাজ করছে।

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগে আগ্রহী। সৌদি কোম্পানিকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো।

সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, সৌদি  আরবের  আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে  তিন বার বিনিয়োগের জন্য  এসেছিলো, তবে কেউ কেউ অভ্যর্থনা জানায়নি।

সৌদি রাষ্ট্রদূত বলেন,  বাংলাদেশের ৩০ লাখ  কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে  সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র  উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

এতে  স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status