|
আকর্ষণীয় লুকে কুসুম শিকদার
নতুন সময় ডেস্ক
|
![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার ![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার অভিনেত্রীর পাশাপাশি নির্মাতা দর্শকদের সামনে চলতি বছর ‘শরতের জবা’ ছবি দিয়ে যাত্রা শুরু করেছেন। ![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী উল্লেখ করেছেন, একা থাকলে নিজেকে ভালোবাসা যায়। ![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার কুসুমের কথায়, আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়। ![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার এরপর বলেন, আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যাই এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি। ![]() আকর্ষণীয় লুকে কুসুম শিকদার সবসময় শাড়ি কিনে পরি উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি সব সময় শাড়ি কিনে থাকি। কখনও স্পন্সর কাপড় পরিনি। আমার বয়স এখন তেতাল্লিশ তবুও হালকা মেকআপ আছে। এখন দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
