যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ধুলগ্রামের সুইচগেট এলাকায় সিদ্ধিপাশা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর খান, সাধারণ সম্পাদক ইয়ার আলি, শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজী, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল শেখ, বিএনপির নেতা সুজাউদ্দিন সুজা, সদস্য ইমাম হোসেন, খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মুন্না শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজওয়ান মীর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হানিফ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিএনপি নেতা সুজাউদ্দিন সুজা ও গীতা পাঠ করেন শ্রী তুশার কান্তি রায়। অনুষ্ঠান সঞ্চলনা করেন কামরুল আজম বাবু।