ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ ভাঙ্গার হুমকি
আসাদুর রহমান রাজারহাট
প্রকাশ: Saturday, 23 November, 2024, 10:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ ভাঙ্গার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ ভাঙ্গার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টস করে  মসজিদ ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে এক যুবক।

 ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর  সন্ধ্যায়।খবর নিয়ে জানা যায় ঐ দিন রংপুরে ইসকন সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উক্ত সম্প্রদায়ের কিছু লোক বাড়ি ফেরার পথে, কাউনিয়া ব্রিজের পাশে অজ্ঞাতনামা কয়েকজন মারফত হামলার শিকার হয়।

হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে পরিমল কর্মকার নামক একটি ফেসবুক আইডি থেকে কমেন্টস এ লেখা ছিল- মসজিদে হামলা করা হোক।এই কমেন্টসটির স্কিন শর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে মুসলিম জাতির সর্বোত্তম প্রার্থনার স্থান সম্পর্কে বাজে মন্তব্য করায় মুসলমানদের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এর প্রতিবাদ হিসেবে কমেন্টস কারীর যথাযথ বিচারের দাবিতে  বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। 
খবর নিয়ে জানা যায়, পরিমল কর্মকার নামে ঐ ব্যক্তি কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসীন্দা। তিনি হিন্দু সম্প্রদায়ের একজন লোক।  উক্ত ব্যক্তির আরও পরিচয় হলো উনি একজন শিক্ষক বগুড়ায় শিক্ষকতা  করেন,সেই সুবাদে ওখানেই বসবাস করেন এবং আওয়ামী লীগের ঘড়িয়ালডাঙ্গা  ইউনিয়ন  সভাপতি রবি কর্মকারের শ্যালক। 
এই ঘটনা ঘটার পরপরই কামারপাড়া বাজারে মুসলমানদের শ্রেষ্ঠ উপাসনালয় মসজিদ নিয়ে  কমেন্টসকারীর বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলে হিন্দু মুসলমান একটি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। 

এসময় রাজারহাট থানা পুলিশ বিষয়টি জানতে পারলে অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সশরীরে সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং জনগণকে দেয়া এক বক্তব্যে তিনি আশ্বস্ত করেন মসজিদ নিয়ে কটুক্তিকারী কে দ্রুত বিচারের আওতায় এনে বিচারকার্য সম্পন্ন করা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status