বরগুনার পাথরঘাটা বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৯ হাজার জাল টাকা ও সোয়া দুই কেজি গাঁজাসহ ইসমাইল গাজী (৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।
শুক্রবার রাত সাড়ে ৯টার সময় কোস্টগার্ড প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এর আগে সন্ধা সাড়ে ৬ টার সময় বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল গাজী বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার মো. নীল গাজীর ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এমন সংবাদের সূত্র ধরে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়ী ইউনিয়নের গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসমাইল গাজীকে সন্দেহ জনক মনে করে কাছে যেতে চাইলে তার সাথে থাকা ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে সোয়া দুই কেজি গাঁজা ও ১০০০ টাকার ১৯ টি জাল নোট পাওয়া যায়।
তিনি আরও জানান, ইসমাইল গাজী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।