|
আইপিএলের তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি
নতুন সময় ডেস্ক
|
![]() আইপিএলের তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে, আগামী তিন আইপিএলের পুরো সময়টাতেই বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা বিভিন্ন দেশের বোর্ডের কাছে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে বিসিবি ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে, যারা আগামী তিনটি আইপিএলের সময় অ্যাভেইলেবল থাকবেন। তাদেরকে কোনো সংশয় ছাড়াই কিনতে পারবে দলগুলো। বাংলাদেশের সেই ১৩ ক্রিকেটারদের মধ্যে আছেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং শহিদুল ইসলাম। এদের মাঝে পেসার শহিদুল ২০২১ সালে বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। আগামী আইপিএল শুরু ২০২৫ সালের ১৪ মার্চ, ফাইনাল হবে ২৫ মে। ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে এবং ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে। আইপিএলের সময়ে আন্তর্জাতিক ক্রিকেট খুব কমই হয়। তাছাড়া আগামীতে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেই আইপিএলের জন্য আলাদা ‘উইন্ডো’ রাখা হচ্ছে। তবে পাকিস্তানের ক্রিকেটাররা এই মহাযজ্ঞের বাইরেই থাকছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
