ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
দিনশেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 November, 2024, 3:25 PM

দিনশেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তুins class=

দিনশেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাতেও রয়েছে সরব উপস্থিতি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মেও কাজ করছেন এ অভিনেত্রী।

এদিকে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন এ অভিনেত্রী।

এ মুহূর্তে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন বলেন, দিনশেষে সবাই বিখ্যাত হতে চায়। যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, সত্য সবসময় এক থাকে। দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধু তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।

তিনি বলেন, ‘হয়তো এমন কিছু সিনেমা থাকবে, যা অর্থবহ ও গুরুত্বপূর্ণ। আবার এমন সিনেমাও থাকবে, যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটি সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে যে, তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।

মেহজাবীন বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি— একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে, তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন। 

তিনি বলেন, দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status