আলিফ লায়লা’র কালজয়ী সেই গান কার লেখা, জানেন?
নতুন সময় ডেস্ক
|
জন্মান্ধ এক গীতিকারের গান ‘আলিফ লায়লা’। এ গানটি জিতে নিয়েছিল নব্বই দশকের দর্শকদের মন। গানটি জনপ্রিয় হলেও আড়ালে রয়ে গেছেন এ গানের স্রষ্টা ও গায়ক ও গায়িকারা। যাদের সম্পর্কে আজও কোনো ধারণা নেই অনেকের। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |