সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
ইয়া রব হোসেন, সাতক্ষীরা
|
সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ৩ মটরসাইকেলে ছিল ।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা _খুলনা সড়কের বিনেরপোতা বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিসিক শিল্প নগরী এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ শুনতে শব্দ পায়।আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন তিনজনের লাশ পড়ে আছে। তিনি বলেন ট্রাক অথবা বাস তাদের উপর তুলে দিলে ঘটনাস্থলেস্থ তিন জন নিহত হন। নিহত ৩ জন মটরসাইকেলে ছিলো। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |