সেই দুবাই শেখের স্ত্রীর বিলাসবহুল জীবনে ‘কঠোর শর্তের বেড়াজাল’
নতুন সময় ডেস্ক
|
বেশ কয়েকদিন আগেও আন্তর্জাতিক মিডিয়ার খবরের শিরোনাম হয়েছিলেন। এবার ফের নতুন করে আলোচনায় এলেন দুবাইয়ের কোটিপতি শেখের স্ত্রী সৌদি নামের এক নারী। দুবাইয়ের ধনকুবের স্ত্রী সৌদি দাবি করেছেন, তার কোটিপতি স্বামী তাকে রাজকুমারীর মতো যত্নে রাখেন। এর বদলে তাকেও মানতে হয় স্বামীর ঠিক করে দেওয়া কিছু ‘কড়া’ নিয়মকানুন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রভাবশালী সৌদি প্রায় সময়ই বিভিন্ন পোস্টে তার বিলাসবহুল জীবনযাপনের গল্প তুলে ধরেন। তেমনি সম্প্রতি এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে সৌদি লিখেছেন, ‘আমাকে আপনারা সৌদিরেলাও বলতে পারেন। কারণ আমি ওর রাজকুমারী।’ ভিডিওতেই সৌদি কোটিপতি স্বামীর ‘কড়া শাসনের’ কথা জানান। সৌদির বক্তব্য, তাকে সবসময় হাতব্যাগের সঙ্গে ম্যাচিং জুতা পরতে হয়। জুতা আর ব্যাগের মধ্যে সামঞ্জস্য না থাকা তার স্বামীর পছন্দ নয়। একই সঙ্গে সৌদি জানিয়েছেন, তার কোনো পুরুষ বন্ধু থাকাও বারণ। এ ব্যাপারে যে ‘কড়া নিষেধাজ্ঞা’ রয়েছে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল সৌদিকে। সৌদি জানান, ইচ্ছে হলেও আমার কোনো রকম চাকরি বা পেশার জগতে প্রবেশের জো নেই। কারণ আমার স্বামী পছন্দ করেন না। যাবতীয় খরচের দায়িত্ব নিজেই বহন করতে চান তিনি। এ ছাড়া সৌদিকে স্বামীর জন্য সাজগোজ করতে হয় পেশাদার মেকআপ শিল্পীর সাহায্যে। এমনকি, তার রান্নাঘরে যাওয়াও পছন্দ করেন না স্বামী। সৌদি বলেন, ‘খাবার খেতে আমরা রেস্তরাঁয় যাই।’ এর আগে সৌদি একটি ভিডিওতে জানিয়েছিলেন, তিনি যাতে বিকিনি পরে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে পারেন এবং তাকে যেন কোনো পুরুষ ওই অবস্থায় দেখে না ফেলেন, সেই জন্য একটি পুরো দ্বীপই কিনে নিয়েছিলেন তার স্বামী।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |