ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
ভারতে বিশ্ব নবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 1:14 PM

ভারতে বিশ্ব নবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভারতে বিশ্ব নবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মাদ (সা.) কে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও সেই বক্তব্যেকে বিজেপি নেতার সমর্থন করার প্রতিবাদে উপজেলার রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের নবী প্রেমিক স্থানীয় শত শত মুসলিম জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার বাদ আসর কাকচিড়া বাজারের পশ্চিম মাথায় তিন রাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে বিশ্ব নবী ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী সহ বিচারের দাবি জানানো হয়।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি মিছিল বের হয়ে কাকচিড়া বাজার প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে সকলে সমবেত হয়। হাফেজ মাও. ইব্রাহীম খলীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদের ইমামগন ও মাদ্রাসার শিক্ষকরা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, 'জুতা মারো তালে তালে' বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে মুহাম্মাদ (সা.) কে কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই। আমাদের কাছে নবী (সা.) আমাদের জীবনের চাইতেও প্রিয়। 

এ সময় ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন, তারই প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status